-
- জাতীয়
- ইতালিতে সড়ক দুর্ঘটনায় নবীগঞ্জের মিসপাউর নিহত
- আপডেট টাইম : November, 13, 2024, 8:40 pm
- 25 বার
নবীগঞ্জ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :ইতালিতে সড়ক দূর্ঘটনায় মিসপাউর রহমান নাঈম (২২) নামে নবীগঞ্জের এক তরুণ নিহত হয়েছেন। গত মঙ্গলবার ১২ নভেম্বর সন্ধ্যায় নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহত নাঈমের স্বজনরা।
এর আগে গত ১০ নভেম্বর রবিবার ইতালির স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়কে এক দুর্ঘটনায় প্রাণ হারান নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের মিল্লিক গ্রামের সাঈদুর মিয়ার পুত্র মিসপাউর রহমান নাঈম (২২)।
ইতালির সংবাদমাধ্যম রাই নিউজ আইটি সূত্রে জানা যায়, উল্লিখিত সময়ে নিহত নাঈম স্কুটারযোগে কাজে যাচ্ছিলো। ট্রাইসেস স্পেসিয়া প্রাদেশিক সড়ক লুকুগনানো ক্রীড়া মাঠের কাছে পৌছামাত্র একটি কারের ধাক্কায় একটি বাইসাইকেল ও স্কুটার আরোহী নাঈমসহ দুই বাংলাদেশী তরুণ ছিটকে পড়েন।
মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মিসপাউর রহমান নাঈম (২২) মৃত্যুবরণ করেন। গুরুতর আহত অবস্থায় অপর যুবককে ট্রাইকেস পানিকো হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিক ঘাতক গাড়ি চালককে আটক করে তার লাইসেন্স বাতিল করা হয়েছে। ঘাতক চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেও জানা গেছে।
নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার চাচা মশিউর রহমান টিটু জানান, প্রায় ৪ মাস আগে নাঈম ভূমধ্যসাগর পথে ইতালি পৌছায়। ইতালিতে একটি সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে। সরকারের কাছে আমাদের একটাই দাবি আমার ভাতিজার লাশ যাতে বাড়িতে এনে দাফন করতে পারি।
দুই ভাইয়ের মধ্যে নাঈম সবার ছোট। পরিবারকে ভালো রাখার জন্য গিয়েছিল ইতালি। এখন সে লাশ হয়ে গেছে। তাহার মৃত্যুতে পরিবার শোকের ছায়া নেমে এসেছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply