জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় ১৪ মাসের সাজা প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী সহ ৩জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন উপজেলার কলকলিয়া ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামের এতিম উল্ল্যার ছেলে মো. আলকাছ মিয়া, পৌর শহরের হবিবপুর(আশিঘর) গ্রামের আব্দুল আহাদ ওরপে সারু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন মনাই, উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া (নোয়াপাড়া) গ্রামের আব্দুল খালেক এর ছেলে সোহেল মিয়া।
জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, সোমবার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূ রশীদ চৌধুরীর দিক নির্দেশনায় থানার এএসআই মো. শাহজামাল সঙ্গীয় এএসআই মোশাহিদ মিয়া সহ একদল পুলিশ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করিয়া সাজা জিআর ২৭৫/০৮ (ছাতক)এর ১৪ (চৌদ্দ ) মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামী মোঃ আলকাছ মিয়াকে গ্রেফতার করেন ।
এদিকে থানার এসআই অনুজ কুমার দাশ এর নেতৃতে একদল পুলিশ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনা করে জিআর ১৬/১২(মাধবপুর), এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেন।
এ ছাড়াও এএসআই শাহীন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ থানা এলাকায় গ্রেফতার অভিযান পরিচালনা করে জিআর ১৩৩/২০১৮ ও জিআর ৮৮/১৮ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামী সোহেল মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বুধবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
Leave a Reply