হবিগঞ্জ প্রতিনিধি::বিগঞ্জের বিশিষ্ট লোকসংগীত শিল্পী আকরাম আলীকে সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ডাঃ পিন্টু আচার্য্যকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরাম হবিগঞ্জ জেলা শাখার কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরামের চেয়ারম্যান প্রাকৃতজ শামীম রুমী টিটন ও প্রতিষ্ঠাতা মহাসচিব সৈয়দ রাশিদুল হক রুজেন এর যৌথ স্বাক্ষরিত এক পত্রে ৩ বছরের জন্য এ কমিটির অনুমোদন দেয়া হয়। অনুমোদিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন-সিনিয়র সহ-সভাপতি ফাতেমাতুজ জোহরা রিনা, সহ-সভাপতি ৪জন। তারা হলেন-শেখ মোঃ জাহাঙ্গীর মিয়া, সৈয়দ শাহ দরাজ, শেখ মোঃ আব্দুল হেকিম, মোঃ আব্দুর রউফ মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক ৩জন তারা হলেন-আশরাফ আহমেদ হারুন, জিয়া উদ্দিন আহমেদ, হুমায়ূন কবির তরফদার, সাংগঠনিক সম্পাদক ৩জন।
তারা হলেন-মৃনাল কান্তি সূত্রধর, শেখ মোঃ আবু জাহিদ, মেহেদী হাসান ফাহিম, সহ-সাংগঠনি সম্পাদক ৩জন। তারা হলেন-মিলন শীল, নাজমুল ইসলাম তালুকদার, গীতিকার লিমন শাহ, অর্থ সম্পাদক রিপন আচার্য্য, দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, প্রচার সম্পাদক এসএম সুরুজ আলী, সহ-প্রচার সম্পাদক আশিক সুলতান, মোঃ মানিক শাহ, প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহবুবা নাসরিন, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক এমএ রশিদ খোকন, তথ্য সংগ্রহ ও সংরক্ষণ বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, সাহিত্য বিষয়ক সম্পাদক এমএ ওয়াহিদ, মহিলা বিষয়ক সম্পাদক মুক্তি আচার্য্য, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ৩জন তরা হলেন- ইতিশাহ, জেসমিন নাহার মুক্তা, জয়া আচার্য্য, সংগীত বিষয়ক সম্পাদক পিন্টু দেব,
সহ-সংগীত বিষয়ক সম্পাদক বিল্লাল আহমেদ, নাট্য বিষয়ক সম্পাদক সুনীল চন্দ্র দাশ, চলচ্চিত্র বিষয়ক সম্পাদক সিএম রায়হান উজ্জল, নৃত্য বিষয়ক সম্পাদক গৌতম দাশ সুমন, হবিগঞ্জ সদর উপজেলা সমন্বয়কারী কাজল আহমেদ, লাখাই উপজেলা সমন্বয়কারী এমআর মাসুক, বানিয়াচঙ্গ উপজেলা সমন্বয়নকারী এমএ হক মামুন, শায়েস্তাগঞ্জ উপজেলা সমন্বয়কারী মিলন সরকার, চুনারুঘাট উপজেলা সমন্বয়কারী মোঃ কুদ্দুছ আলী, মাধবপুর উপজেলা সমন্বয়কারী খাইরুল হোসাইন মনু, বাহুবল উপজেলা সমন্বয়কারী আব্দুল গাফ্ফার মিল্লাদ,
আজমিরীগঞ্জ উপজেলা সমন্বয়কারী জাহিদ হাসান জীবন ও নবীগঞ্জ উপজেলা সমন্বয়কারী তনুজ রায়। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন মোঃ ফোরকান মজুমদার, মোঃ শহিদুল ইসলাম, জাহির মিয়া, আলা উদ্দিন, মোঃ তানসেন, সুদীপ সরকার, শেখ মোঃ হিরণ মিয়া ও দ্বিগেন্দ্র সূত্রধর। এদিকে বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরাম হবিগঞ্জ জেলা শাখার কমিটি অনুমোদন দেয়ায় সংগঠনের চেয়ারম্যান, মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।
Leave a Reply