স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ থেকে ইনাতগঞ্জ সঈদপুর আঞ্চলিক বাইপাস সড়কে প্রতিদিনই ওভারলোডেড দশ চাকার ড্রাম ট্রাক বালু বহন করছে। স্থানীয়দের অভিযোগ, একশ্রেণির বালু খেকো প্রভাবশালী মহলের সহায়তায় এসব ট্রাক নির্বিঘ্নে চলাচল করছে, যার ফলে সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, এসব ট্রাক দ্রুতগতিতে চলাচল করে এবং ঢাকনা ছাড়াই বালু বহনের ফলে আশপাশের গ্রামগুলোর মানুষ ধুলাবালুর কবলে পড়ছেন। পথচারীদের চোখেমুখে ধুলো ঢুকে স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীদের জন্য এটি বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া, ভেজা বালুর পানি রাস্তায় পড়ায় সড়কপথ পিচ্ছিল হয়ে দুর্ঘটনার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে।
এ অবস্থায় ক্ষুব্ধ জনতা নবীগঞ্জ উপজেলার কামারগাঁও বাজারের প্রবেশমুখে কয়েকটি ওভারলোডেড ড্রাম ট্রাক আটকে দেয়। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কথিত চাঁদাবাজির অভিযোগ তুলে পুলিশের নিকট লিখিত অভিযোগ দেওয়া হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য ও মানবাধিকার সংগঠনের নেতারা বলেন, “কথিত চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এলাকাবাসী দীর্ঘদিন ধরে সড়কের ক্ষতি ও জনস্বাস্থ্য ঝুঁকির প্রতিবাদ করে আসছেন, কিন্তু প্রশাসন ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়েই জনতা ট্রাক আটক করে।”
এ বিষয়ে আগামী ৪ ফেব্রুয়ারি স্থানীয় দীঘলবাক ইউনিয়ন পরিষদে একটি সামাজিক সালিশ বিচার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
Leave a Reply