শেরপুর ( মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আফরোজগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। শনিবার দুপুরে সিরাজুল আরেফিন জুহিনের মালিকাধীন হাজী আলতাফুর রহমান মার্কেটে একটি তুলার মিলে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়। পরে ওসমানীনগর, মৌলভীবাজার ও নবীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় আগুনে হাজী আলতাফুর রহমান মার্কেটস্থ আরাফাত তুলা মিল, রাফি আইসক্রিম ফ্যাক্টরি, মিলি পোল্ট্রি ফার্ম ও বি-বাড়ীয়া কোকারিজ সম্পূর্ণ ভুষ্মিভুত হয় এবং পাশের একটি চারতলা বিল্ডিং ক্ষতিগ্রস্থ হয়। ধারণা করা হচ্ছে এতে ব্যবসায়ীদের প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার স্টেশন অফিসার আলাউদ্দিন ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মার্কেটে কারখানার অনুমোদন ছিল কিনা তা এখনও জানা যায়নি।
Leave a Reply