জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি ::জগন্নাথপুর-দক্ষিণসুনামগঞ্জ -৩ আসনে সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ¦ এমএ মান্নান বলেছেন শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে এখন আমুল পরিবর্তন এসেছে। বিশেষ করে শিক্ষা নীতি ও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরন সরকারের অন্যতম সাফল্য। প্রতিযোগিতা মূলক বিশ্বে টিকে থাকতে হলে মাতৃভাষার পাশা পাশি ইংরেজী ভাষা শিখতে হবে।
প্রতিমন্ত্রী শনিবার সকাল ১১টায় জগন্নাথপুর সরকারী কলেজের নবীন বরণ অুনষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। জগন্নাথপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও অত্র কলেজের প্রভাষক আব্দুল বাতেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলার নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম। নবাগত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন একাদশ শ্রেণীর ছাত্র নাহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রুয়েল মিয়া, সাধারন সম্পাদক মো. তাহা আহমদ প্রমুখ।
এসময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, থানার ভারপ্রাপ্ত ওসি নব কুমার দাশ, অত্র কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর নুর, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্না, সাধারন সম্পাদক শাহ রুয়েল সহ নবীন বরণে উপস্থিত ছিলেন অত্র কলেজের সকল প্রভাষক, অভিভাবক, শিক্ষার্থী, সহ সকল শ্রেণী পেশার মানুষ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
Leave a Reply