দোয়ারাবাজার প্রতিনিধি::দোয়ারাবাজার উপজেলার সমুজ আলী স্কুল ও কলেজের নব নির্মিত একাডেমিক ভবনের নাম করণ করা হয়েছে। বুধবার সকালে সমুজআলী স্কুল ও কলেজে গভর্নিংবডির সভাপতি মো.হারুন-অর রশিদ এর সভাপতিত্বে অধ্যক্ষ সলিলেন্দু কুমার তালুকদার এর সঞ্চালনায় কলেজের সম্মেলন কক্ষে গভর্নিংবডির এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধিনে প্রায় ৪ কোটি টাকা ব্যায়ে নবনির্মিত ৪ তলা বিশিষ্ঠ ভবন সম্পন্ন হওয়ার পর, গত ২০ অক্টোবর ভবনের শুভ উদ্ধোধন করা হয়। উদ্ধোধন করেন ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। ৪ তলা বিশিষ্ট ভবন নির্মান কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসি ও কলেজের গভর্নিংবডি সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের প্রতি কৃতজ্ঞতা পোষন করে উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম সমুজআলী সাহেবের জোষ্ঠ পুত্র গভর্নিংবডির অভিবাক সদস্য(কলেজ), ইকবাল হোসেন বুলুর প্রস্থাবের প্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে নব নির্মিত ভবন ’মুহিবুর রহমান মানিক একাডেমিক ভবন’ নাম করণের সিদ্ধান্ত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন গভর্নিংবডির অভিবাবক সদস্য মো.আতর আলী, বাবু বিনয় ভুষন পুরকায়স্থ, দাতা সদস্য মো.তালেব আলী, শিক্ষানুরাগী সদস্য সাবেক ইউপি সদস্য মো.আহছান উদ্দিন, শিক্ষক প্রতিনিধি সদস্য প্রভাষক মো.ছাদেক মিয়া, গোলাম কিবরিয়া কবির, সংরক্ষিত মহিলা অভিবাবক সদস্য ফাতেমা আক্তার, অভিবাবক সদস্য (কলেজ) হযরত আলী, মহিলা শিক্ষক প্রতিনিধি ব্রিটা রানী, আরোও উপস্থিত ছিলেন মো.সানুর আলী, মো.ছালিক মিয়া প্রমুখ।
Leave a Reply