কানাইঘাট প্রতিনিধিঃ গত ৮ অক্টোবর গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘার শেষ সীমানায় হবিব মেম্বারের বাড়ীর পাশে ব্রীজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। অজ্ঞাতনামা সেই ব্যক্তি কানাইঘাট উপজেলার গোরকপুর গ্রামের ফয়জুর রহমানের পুত্র মুহিবুর রহমান মোল্লা (৫২) বলে জানা গেছে।
জানা যায়, গত ৩ অক্টোবর মুহিবুর রহমান মুহিব মোল্লা নিখোঁজ হলে তার কোন খোঁজ খবর না পাওয়ায় গত ২৪ অক্টোবর মুহিবুর রহমানের ছোট ভাই শাহাব উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়রী করেন। এরই প্রেক্ষিতে কানাইঘাট পুলিশ গোলাপগঞ্জ থানা পুলিশের কাছ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশের ছবি সংগ্রহ করে গতকাল রবিবার মুহিবুর রহমান মোল্লার ছোট ভাই শাহাব উদ্দিনকে দেখালে শাহাব উদ্দিন ছবির লাশটি তার ভাইয়ের বলে শনাক্ত করেন।
এব্যাপারে কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নুনু মিয়া জানান, প্রাথমিক ভাবে মুহিবুর রহমানের লাশের ছবি শনাক্ত করেছে তার ভাই শাহাব উদ্দিন। মুহিবুর রহমানের পরিচয় না পাওয়ায় গত ৮ অক্টোবর তার লাশটি বেওয়ারিশ হিসেবে সিলেটে দাফন করা হয়েছে।
বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা করা হবে। এদিকে মুহিবুর রহমান মোল্লার নিহতের খবর জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Leave a Reply