নোয়াখালী থেকে নবীন::তৃণমূল পর্যায়ে হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গিকারের মধ্য দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) নোয়াখালী শাখার বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সমিতির জেলা সভাপতি আবদুজ জাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আলম আজাদের সঞ্চালনায় সাধারণ সভায় বিশেষ অতিথি ছিলেন এফপিএবি’র জাতীয় কাউন্সিলর ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, শিল্পপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু।
সাধারণ সভা শেষে অ্যাডভোকেট ফিরোজ আলম আজাদকে সভাপতি করে ১২ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply