নোয়াখালী থেকে নবীন::নোয়াখালীর সোনাপুর কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী তানিয়া তাবাস্সুম চমকের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
রোববার মাইজদী টাউন হলের মোড়ে প্রধান সড়কে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী ছাড়াও নিহত চকমের স্বজনরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিবাদ সমাবেশে চমকের প্রকৃত খুনিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা হলে বড় ধরণের আরোদালনের হুমকি দেয়া হয়।
নিহত কলেজ ছাত্রী তানিয়া তাবাস্সুম (২২) নোয়াখালী পৌরসভার জয়কৃষ্ণপুর এলাকার শাহজাদা এনামুল হক হিমেলের মেয়ে। গত রোববার থেকে তার খোঁজ মিলছিল না। এরপর বৃহস্পতিবার বাড়ির পাশের একটি ডোবা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এ ব্যপারে সুধারাম মডেল থানার ওসি মো: আনোয়ার হোসেন জানান, হত্যা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Leave a Reply