রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আত্ন মানবতার সেবায় ব্রত নিয়ে বিশ্বের ১৩০টি দেশে এপেক্স’স ক্লাব অব বাংলাদেশ সংগঠনটি “ক্ষুধা দারিদ্র্য মুক্ত করতে, “সুশীল সমাজ গঠনের লক্ষ্যে- সার্ভিস,সিটিজেনশীপ,ফলোশীপ এই তিনটি বিষয়ের সূত্র ধরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
শনিবার সকালে পাউবো’ সিরাজগঞ্জের পরিদর্শন বাংলো যমুনা বিলাস প্রাঙ্গণে সিরাজগঞ্জের এপেক্স ক্লাব’স এর আয়োজনে,সিরাজগঞ্জ এপেক্স ক্লাব’স অব বাংলাদেশের সনদ প্রাপ্তি (ক্লাব নং-১১৯,জেলাকোড-০৯) অনুষ্ঠান ২টি পর্বে বিভক্তে অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, বৃক্ষরোপন,উত্তরীয় ও ক্রেস্ট প্রদান, মধ্যাহ্নভোজন, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও সিরাজগঞ্জের গর্বিত কৃতি সন্তান কবির বিন আনোয়ার। অনুষ্ঠানের ২টি পর্বের সভাপতিত্ব করেন, এপেক্স ক্লাব’স নাটোর জেলা শাখার সভাপতি এপেক্সন মোঃ তাজুল ইসলাম (১ম পর্ব) ও এপেক্স ক্লাব’স সিরাজগঞ্জের সভাপতি এপেক্সন বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ (২য়পর্ব)।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এপেক্স ক্লাব’স বাংলাদেশের সভাপতি এপেক্সন সৈয়দ মোয়াজ্জেম হোসাইন, এপেক্স ক্লাব’স ভারতের সভাপতি দীপন্দ্র চ্যাটার্জী, এপেক্স ক্লাব’স বাংলাদেশের পি.এন.পি খুরশিদ আলম অরুন, এপেক্স ক্লাব’স বাংলাদেশের এন.ই.ডি এপেক্সন হেলাল উদ্দীন, এপেক্স ক্লাব’স বাংলাদেশের আই.পি.ডি এপেক্সন রওশন আরা শ্যামলী, এপেক্স ক্লাব’স সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক এপেক্সন এইচ.এম.মুহিবুল্লা মুহিব ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন, শিশু অনুষ্কা রায়, সংগীত পরিবেশ করেন, সংগীতা সাহা, মেহজাবিন খান সিজা প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ক্যাপিটাল( পাইলট) ড্রেজিং অব রিভার সিস্টেম ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় নির্মিত “যমুনা বিলাস”বাংলোতে পরিদর্শন শেষে বৃক্ষরোপন কালে, পাউবো ঢাকার তত্ত্বাবধায়ক কাজী হাসান ইমাম, সিরাজগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম উপস্হিত ছিলেন।
Leave a Reply