নোয়াখালী থেকে নবিন: নোয়াখালীর সোনাইমুড়ি পৌর ছাত্র দলের সভাপতি শহীদুল্যাহ লিটনকে শনিবার মধ্যরাতে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতারে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, লিটন রাত নয়টা থেকে দুই ঘন্টা নিখোঁজ থাকার পর রাত ১১টার দিকে নোয়াখালী-কুমিল্লা সীমান্তে তাকে দুর্বিত্তরা পায়ে গুলি করে রেখে যায়। এসময় গুলির শব্দ এবং লিটনের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে অস্ত্রধারীরা পালিয়ে যায়।
লিটনকে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা উদ্ধার করে প্রথমে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে এবং পরে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়।
Leave a Reply