ছনি চৌধুরী:: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ -১(নবীগঞ্জ-বাহুবল) আসনে প্রার্থদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদের কাছ প্রতীক বরাদ্দ গ্রহণ করেন প্রার্থীরা ।
প্রতীক গ্রহণ করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহনেওয়াজ মিলাদ গাজী-(নৌকা),ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ড.রেজা কিবরিয়া – (ধানের শীষ) জাতীয় পাটি মনোনীত প্রার্থী আতিকুর রহমান –(লাঙ্গল) বাসদের চৌধুরী ফয়সল শোয়েব(মই) কৃষক শ্রমিক জনতা লীগের নুরুল হক(গামছা ) ইসলামী ফ্রন্টের মাওঃ জুবায়ের(মোমবাতি) ।
Leave a Reply