হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধি::মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাটিটিলা সড়কেন নয়া বাজারে পুরাতন ঝুঁকিপূর্ণ ব্রীজটি ব্যাগে গেছে।
শুক্রবার রাতে ১০ চাক্ষার বালি বোজাই একটি ট্রাক এই ব্রীজটির উপরে আসলে সাথে সাথে ব্রীজটি ব্যাগে যায়।
ব্রিজটি ব্যাগে যাওয়ার কারণে রাত থেকে জুড়ীর শহরের সাথে লাটিটিলা, জামকান্দি,গোয়ালবাড়ী, নয়া বাজার এলাকার যান চলাচল বন্দ রয়েছে।
উলেখ্য: ২০১৮ সালের মার্চ মাসে অতি বৃষ্টির কারনে এই ব্রীজটি ব্যাগে গিয়েচিলো,পরে মেরামত করা হলে ৯ মাসের মাতায় আবারো এই ব্রীজটি ব্যাগে জায়।
Leave a Reply