-
- দেশের খবর
- জবির শিক্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়াম অংশগ্রহণ শেষে উপাচার্য সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
- আপডেট টাইম : January, 6, 2019, 4:07 pm
- 427 বার
মোঃ মামুন শেখ (জবি)প্রতিনিধি ::সম্প্রতি মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. অশোক কুমার সাহা দিল্লি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘আইএএপি সেঞ্চেনিয়াল (১৯২০-২০২০) সিম্পোজিয়াম: সাউন্ড এশিয়ায় হেন্ডরিক ইয়ার্স অফ অ্যাপ্লাইড সাইকোলজি: রিট্রসপেক্ট এন্ড প্রসপেক্ট’ শীর্ষক সিম্পসিয়াম অংশগ্রহন করেন। এ উপলক্ষে তিনি (রবিবার, ৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মিজানুর রহমান-এর সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন । এ সময় মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জবি প্র্যাক্টর প্রফেসর ড. নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মনোবিজ্ঞান জাতীয় একাডেমি ২৮৮ কনভেনশন-২০১৮ এ। অশোক কুমার সাহা “বাংলাদেশে ফলিত মনোবিজ্ঞান: অগ্রগতি এবং সম্ভাবনা” শীর্ষক একটি গবেষণা নিবন্ধ উপস্থাপন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply