নোয়াখালী থেকে নবীনঃনোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ গ্রামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ তার নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ।
ওই শিক্ষার্থীর নাম লীনা রানী দাস। তিনি বাংলা স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী। তার বাবার নাম লিটন চন্দ্র দাস। শুক্রবার সকাল ৯টার দিকে লীনা তার নিজ ঘরে আত্মহত্যা করেছে বলে জানা যায়।
চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি বেসরকারী এনজিওতে চাকুরী পাওয়ার পর চাকুরী করতে নিষেধ করায় বাবা মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply