জুয়েল খাঁন ॥ হবিগঞ্জের মাধবপুরে মঙ্গলবার দুপুরে বরযাত্রী মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়ে ৫ যাত্রী নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। তারা রাজধানীর ঢাকা থেকে সিলেট নগরীর উপশহরে একটি বিয়ের অনুষ্ঠানে আসছিলেন। পথে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর পৌর শহরের অদূরে বীরপাশা নামক স্থানে তাদের বহনকারী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেয়ার পথে একজন মারা যায়। এ ঘটনায় বরসহ আরো তিনজন আহত হয়েছে।
নিহতরা হলেন ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার নুরজ্জামান এর ছেলে হাসান জামান (৩২) একই এলাকার অপু মিয়া (২৫) ও তার স্ত্রী মিসেস অপু (২২), রিজন সালেইন (২৮)। আহতরা হলেন- মুনতাসির(৩৫), বর আশরাফুল ইসলাম(২৫)। বরযাত্রীর গাড়ীতে থাকা আহত মুনতাসির জানান,ঢাকার দক্ষিণ গোড়ার থেকে বর নিয়ে সিলেট উপশহর যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের মাধবপুর হাসপাতালে নিয়ে আসেন। মাধবপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নাদিরুজ্জামান জানান, হাসপাতালে আসার আগেই রাস্তায় ৪ জন এবং হাসাপাাতলে ১জন মারা যায়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী লাশ হায়ওয়ে পুলিশকে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply