জামাল মিয়া, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ॥ ভৈরবে প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে শতাধীক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর বাংলো মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ভৈরব-কুলিয়ারচর প্রবাসী জনকল্যাণ ঐক্য পরিষদের সভাপতি শেখ ইসহাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জুলফিকার আলী কাইয়ুম। সংগঠনটির সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ ফারুক মিয়া, উপজেলা বি.আর.ডি.বি চেয়ারম্যান নজরুল ইসলাম খান প্রমূখ। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচীকে সাধুবাদ জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি জুলফিকার আলী কাইয়ুম সংগঠনের এসব সামাজিক কর্মকান্ডে আগামীদিনে সর্বোচ্চ সহযোগিতা নিয়ে পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply