জামাল মিয়া, ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি॥ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা আনুমানিক সত্তর বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে দশটার দিকে ভৈরব মনমরা ব্রীজের উপরে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে ভৈরব রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত বৃদ্ধা ভিক্ষুক প্রকৃতির মানুষ ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান, ট্রেনে কাটা পড়ে নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করেছি। তবে এখনো লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। এ ব্যাপরে একটি অপমৃত্যু মামলা রজু করে লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply