বাগেরহাট প্রতিনিধি::বাগেরহাটের মোরেলগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ইমন মোল্লা (১৬) নামের এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাত দশটার দিকে মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালি ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ হত্যাকান্ড ঘটে। এ ঘটনায় জড়িত মুল হোতা তানভীর উকিলকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।
নিহত ইমন মোল্লা একই গ্রামের মৃত মামুন মোল্লার ছেলে।
পুলিশ জানায়, মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের চন্ডীপুর গ্রামের মাদ্রাসার ছাত্র ইমন মোল্লা তার বন্ধু হাসিবের সাথে মাহফিলে যাচ্ছিল। প্রতিমধ্যে একই গ্রামের জান্নাতি নামে এক মেয়ের সাথে কথা বলছিলেন হাসিব। এঘটনা দেখে তার প্রতিপক্ষ তানভীর ক্ষুব্দ হয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে তারা মহফিলে চলে যায়। পরে তানভির সেখান থেকে ডেকে নিয়ে রাস্তার উপর ফেলে প্রতিপক্ষরা ধারালো ছুরি দিয়ে ইমনের বুকের বাপাশে আঘাত করে। এতে সে ঘটনাস্থলেই মারা যান।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল হক বলেন নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মুল আসামীকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আরও ৩ জনকে আটক করা হয়েছে।
Leave a Reply