নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীর বেগমগঞ্জে মোঃ শিপন নামে এক গাড়ী গেরেজের মালিককে রাতে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। তারা হত্যা করে যাওয়ার সময় তার নিজ ব্যবহৃত একটি মটরসাইকেল নিয়ে যায় বলে পুলিশ জানায়। দূবর্ৃৃত্তরা তার আরো একটি সিএনজি অটোরিক্সা নিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে এমনটি ধারনা করছে পুলিশ।
এলাকাবাসী ও শিপনের আত্বীয়রা জানায়, উপজেলার সুলতানপুর ইউনিয়নের রমনীরহাট এলাকায় পুলিশের হাবিলদার মোঃ শফি উল্লার ছেলে শিপন নিজ গাড়ী গেরেজে সিএনজিসহ বিভিন্ন গাড়ী ব্যবসার সাথে জড়িত ছিলো। সে প্রায় সময় তার ব্যবসা প্রতিষ্ঠান ও নিজ গ্যারেজে রাতে থাকতো। রাতে তার সাথে ইমন নামে এক কর্মচারী ঘুমাতো।
ঘটনার পর থেকে কর্মচারী পালিয়ে গেছে বলে পুলিশ জানায়। ধারনা করা হচ্ছে কর্মচারীসহ আরো কয়েকজন মিলে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে বেগমগঞ্জ থানায় নিয়ে আসে পরে লাশের ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
এঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
Leave a Reply