নোয়াখালী প্রতিনিধি::নোয়াখালীর কোম্পানীগঞ্জে একাদশ শ্রেণির এক কলেজ ছাত্রী (১৭),কে অপহরণের অভিযোগ উঠেছে।
বুধবার দুপুর ২টায় উপজেলার চর হাজারী ইউপির ১নং ওয়ার্ডের জৈতুন নাহার কলেজ’র দুইশত গজ উত্তরে এয়ার আলী মিঝি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে অপহৃত ছাত্রীর পরিবার কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় ইউপি সদস্য এনায়েত হোসেন ছোটন ও অপহৃত কলেজ ছাত্রীর পরিবার অভিযোগ করেন, কলেজ থেকে বাড়ি ফেরার পথে দুই মুখোশধারী যুবক অস্ত্র ঠেকিয়ে কলেজ ছাত্রীকে অপহরণ করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে মৌখিক ভাবে অভিযোগ পেয়েছি, লিখিত অভিযোগ কিছুক্ষনের মধ্যে হাতে পাবো। লিখিত অভিযোগ হাতে পেলে অপহৃত ছাত্রীকে উদ্ধারে পুলিশ আইন গত ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply