আল হেলাল চৌধুরী ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি:: দিনাজপুর ফুলবাড়ী উপজেলার বারাইহাট পুটকিয়া মহাসড়কে শনিবার রাত সাড়ে ৮টায় দিনাজপুর থেকে ছেড়ে আসা ও ফুলবাড়ীতে থেকে ছেড়ে যাওয়া দুটি পিক-আপ এর মূখোমূখী সংঘর্ষে ঘটনাস্থলে ১জন নিহত ও গুরুতর অবস্থায় আহত ১ জন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
নিহত চুনুœ মিয়া(৩৫) আলুরবাজার পতেজাংপুর,থানা শরিয়তপুর,জেলা-চাঁদপুর এর নুরুল ইসলামের পুত্র। নিহত চুন্ন মিয়া পরিবার নিয়ে মধ্যবাড্ডায় বসবাস করতেন। তিনি পিক-আপের হেলপার হিসাবে কর্মরত ছিলেন। অপরদিকে আহত বিপরিত পিক-আপ এর মালিক দিন ইসলাম (৩০) বেলাবোর থানার নরসিংদি জেলার সেকেন্দার আলীর পুত্র। তিনি তার পিক-আপ নিয়ে নিজেই ড্রাইভ করে দিনাজপুরের দিকে যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ জানান,নিহত চুন্নু মিয়ার মরদেহ নেওয়া জন্য তার পরিবারের লোকজনের সাথে যোগযোগ করা হয়েছে। তারা আসলে তাদের হাতে মরদহে বুঝিয়ে দেওয়া হবে।
Leave a Reply