-
- দেশের খবর
- নবীগঞ্জের আউশকান্দিতে ব্যবসায়ী যুবকের লাশ উদ্ধার
- আপডেট টাইম : March, 27, 2019, 7:36 pm
- 478 বার
স্টাফ রিপোর্টারঃনবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের কুরুশ মিয়ার ছেলে আউশকান্দি হীরাগঞ্জ বাজারের তরুন ব্যবসায়ী মোঃ রাজু আহমেদ(২০) নামের যুবকের বাড়ী থেকে গতকাল সন্ধ্যা রাতে তার লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ ধানা পুলিশ। নিহতের পরিবারের লোকজন দাবী করছেন রাজু আহমেদ পরিবারের সকলের অগোচরে শয়নকক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ, এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, উপজেলার ওই গ্রামের কুরুশ মিয়ার পুত্র আউশকান্দি হীরাগঞ্জ বাজারের তরুণ ব্যবসায়ী রাজু আহমেদ গতকাল বুধবার দুপুরে তার নিজ বাড়ীতে শয়নকক্ষে দরজা বন্ধকরে পরিবারের সকলের অগোচরে সিলিং ফ্যানের রডের সাথে গলায় দরি পেছিয়ে আত্মহত্যা করার চেষ্টা চালান দীর্ঘক্ষণ পরে পরিবারের লোকজন আচ করতে পারেন রাজু আহমেদ এর গলার মৃত্যু যন্ত্রনার শব্দ,তাৎক্ষণিক তার কক্ষের দরজা খুলে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে থানা পুলিশ খবর পেয়ে নবীগঞ্জ থানার এস,আই কাওছার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। থানা পুলিশ জানায়,লাশের শয়ন কক্ষের বিছানার নীচথেকে সদ্য নোটারী পাবলিকের মাধ্যমে একটি বিবাহের তথ্য পেয়েছে পুলিশ, এছাড়া ১০টি ঘুমের ট্যাবলেটের খোসা পরিত্যক্ত অবস্থায় তার রোম থেকে উদ্ধা করা হয়েছে,।এস,আই কাওছার হোসেন বলেন কিভাবে তার মৃত্যু হয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসার আগ পর্যন্ত বলা যাচ্ছেনা।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply