-
- দেশের খবর
- ভেড়ামারা উপজেলা ধরমপুর ইউনিয়ন বাঙ্গালপাড়ায় অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু
- আপডেট টাইম : April, 6, 2019, 2:29 pm
- 506 বার
সোহেল রানা::কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বাঙ্গালপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সালেহা খাতুন (৬৫) নামে একজন অগ্নীদগ্ধ হয়ে
শুক্রবার রাত আনুমানিক ২ টার দিকে এলাকার মৃত গায়েজউদ্দীনের ছেলে আনছের আলীর গরুর ঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে তার স্ত্রী সালেহা খাতুন। এলাকাবাসী ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় ভেড়ামারা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।এলাকাবাসীর অান্তরিক সহযোগীতাই খুব দ্রুতসময়ে আগুন নিয়ন্ত্রনে নেন ফায়ার সার্ভিস কর্মীরাততক্ষনে, গোয়াল ঘরে থাকা তিনটি গরু, রান্নাঘরবসতঘর সহ সমস্থ্য ঘরের মালামাল পুড়ে ছায় হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে গোয়াল ঘরের গরু’কে বাচাঁতে গিয়ে বাড়ীর গৃহকর্তী সালেহা খাতুন (৬৫) নামে একজনের সমস্থ্য শরীর অগ্নীদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সালেহা খাতুন আনছের আলীর স্ত্রী।ক্ষয়ক্ষতি রান্নাঘর, গোয়ালঘর, ৩ টি গরু ওঅানুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকা পরিমানআসবাব পত্র, ধান, গম, মশুর সহ তাজা একটি
প্রান নিমিশেয় ভস্মিভূত হয়। সূত্রপাত : ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায়, গোয়াল ঘরের “সাজাল” থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।ভেড়ামারা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জনাব, প্রবীর কুমার দেবনাথ জানান, সংবাদপাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে খুবই কম সময়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি।এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply