-
- সিলেট বিভাগ
- নবীগঞ্জেে ইয়াবাসহ গ্রেফতার ২
- আপডেট টাইম : April, 25, 2019, 8:06 pm
- 458 বার
মো: আবু ছালেহ:: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের মৃত আ;আহাদের পুত্র আব্দুস ছাত্তার ( ২৭) ও একই গ্রামের মৃত আ; রহমানের পুত্র রাসেল মিয়া(২৫)।
গত বুধবার রাতে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই এমরান,এএসআই রুবেল হোসেন,এএসআই অনিেকর নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে কসবা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
এ সময় তাদের শরীর তল্লাসি করে আ; ছাত্তারের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ও রাসেলের কাছ থেকে ১৫পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন জানান,আটকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply