নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সকল পর্যায়ের নিয়োগ স্থগিত করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। মাধ্যমিক ও উচ্ছ মাধ্যমিক বিভাগের যুগ্ন সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এক আদেশে নোবিপ্রবির সকল পর্যায়ের শিক্ষক কর্মচারী ও কর্মকর্তা পদে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। আদেশে আরো বলা হয়েছে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তা স্থগিত করা হলো। বিষয়টি নোবিপ্রবির ভিসি সহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।
জানা যায়, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম সহ নানা অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার রাতে শিক্ষামন্ত্রালয় থেকে ভিসি প্রপেসর ড.এম অহিদুজ্জামানকে এ নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার জন্য মৌখিক নির্দেশ দেওয়া হলে ও তিনি তা না মেনে নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রাখার কারনে রোববার মন্ত্রনালয় লিখিত ভাবে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করার জন্য নির্দেশ দেওয়া হয়।
বিশ^ বিদ্যালয় রেজিষ্টার প্রপেসর মমিনুল হক জানান, মন্ত্রনালয়ের আদেশ এখ নপর্যন্ত তার কাছে পৌছেনি।
বারবার টেলিফোন করে ও ভিসি প্রপেসর ড.এম অহিদুজ্জামান এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Leave a Reply