নবীগঞ্জ প্রতিনিধি:: নবীগঞ্জ উপজেলার গরীব, অসহায় মানুষের মধ্য রিক্সা, সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি নর্থইস্ট, ইউকে এর অর্থায়নে মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এএসপি পারভেজ আলম চৌধুরী। নবীগঞ্জ শিক্ষা প্রকৌশলী অফিসার মুহাইমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারন মতিউর রহমান মুন্না, মানব সেবামূলক সামাজিক সংগঠন সেবা আউশকান্দি’র প্রতিষ্টাতা পরিচালক শিহাব আহমেদ প্রমূখ। এসময় বিভিন্ন ইউপি সদস্য ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রায় ৫০ জন গবীর অসহায় মানুষের মধ্যে রিক্সা, সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ করা হয়।
Leave a Reply