ডেস্করিপোর্ট::ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)’র ব্যবসায় প্রশাসন অনুষদের এমবিএ ৪৮ ব্যাচের হিউম্যান রিসোর্স বিভাগের শিক্ষার্থীদের ক্লোজিং সেরিমনি সম্প্রতি অনুষ্ঠিতহয়েছে । উক্ত অনুষ্ঠানে নানাভাবে উৎসাহ জুগিয়েছেন ইউডার প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রফেসর মুজিব খান। ইউডা মাস্টার্স প্রোগ্রাম পরিচালক প্রফেসর ড. সৈয়দ আব্দুল্লাহ সেলিম, রেজিস্ট্রার প্রফেসর ড. ইফফাত চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহযোগী অধ্যাপক তপন কুমার বিশ্বাসের সমন্বয়ে এবং ব্যবসায় প্রশাসন অনুষদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আব্দুল্লাহ হিল মুনতাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তব্য দেন, এমবিএ ও বিবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং বিজনেস স্টাডিজ বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোস্তফা কামাল ।
ব্যবসায় প্রশাসন অনুষদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আব্দুল্লাহ-হিল মুনতাকিম বলেন,” শিক্ষার্থীরাই ইউনিভার্সিটির প্রাণ । রাষ্ট্রে মেধাবীদের মুল্যায়ন কখনোই শেষ হবেনা । শিক্ষার্থীদেরপ্রতিভাকে জাগিয়ে তোলার জন্য মূল শিক্ষার পাশাপাশি অন্যান্য শিক্ষামূলক যেমন সেমিনার, ওয়ার্কশপ,কেস স্টাডি সেশন কার্যক্রম থাকা দরকার। এ সকল নানা সুবিধাই বিদ্যমানপ্রযুক্তি নির্ভর এই বিশ্ববিদ্যালয়ে ।“
অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, ফটোসেশন, গল্প, স্মৃতিচারণ,বাহারি খাবারের আয়োজন, ও নৃত্য পরিবেশনের মাধ্যমে আনন্দ মণ্ডিত করে তোলেন ।
এসময় মুনতাকিম অনুষ্ঠানে বিভিন্নভাবে সহায়তার জন্য মার্কেটিং বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মাহমুদুল কবির সন্ধি, ব্যাচ মনিটর শামীমা নাসরিন রুপা, ইসমাইল হোসেনরাহুল,সোহেল রানা,মোঃ শাহনেওয়াজ, রিয়াজ মাহমুদ কল্লোল, জাফরিন সুলতানা, রাদিক হাসান পার্থ, আশরাফুল আলম, ফয়সাল আহমেদ,মারুফা হক, মোমিনুল ইসলাম , মোঃ আসাদুজ্জামান সহ অন্যান্যদের ধন্যবাদ জানান।
Leave a Reply