নোয়াখালী প্রতিনিধি::নোয়াখালীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে তিনটি ফার্মেসীতে অভিযান চালিয়ে মোট ৮৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার বিকেলে জেলা শহর মাইজদীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা’র নেতৃত্বে পরিচালিত অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে রাখার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের নীচ তলার আল আমিন ফার্মেসিকে ৭ হাজার, শাহিন ফার্মেসীকে ৩০ হাজার ও মা মেডিকেল হলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে অভিযুক্ত ফার্মেসীকে কঠোর সতর্ক করা হয়।অভিযানে সহযোগিতা করেন নোয়াখালী জেলা ক্যাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং সুধারাম থানা পুলিশ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান,ভেজাল নকল পণ্য ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় রোধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply