ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধান মাড়াইয়ের কাজে ব্যবহৃত অটো মেশিনবাহী গাড়ীর নিচে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের শ্রীপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সোহাগ মিয়া (২৩)। সোমবার সন্ধ্যায় উপজেলার ফুলপুকুরিয়া পানিতলা রোডে এই দূর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নিকট আত্মীয় এ্যাড. রাশেদ মুন জানান, ফুলপুকুরিয়ার পানিতলা রোড়ে ধান মাড়াই কাজে ব্যবহৃত অটো ভুট্টো মেশিনের বহনকারী গাড়ীতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে মেশিনের গাড়ী উঠে যায়। এতে গাড়ীতে থাকা অপর দুইজন লাফ দিয়ে প্রাণ বাঁচালেও গাড়ীর চালক সোহাগ গাড়ীর নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জের থানার ওসি নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য আজ ৮ ঘন্টার ব্যাবধানে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ও গোবিন্দগঞ্জে ৪ জন নিহত হয়।
Leave a Reply