জামাল আহমেদ ভৈরবী ॥ ভৈরব উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। বৃহস্পতিবার সকাল এগারো টায় ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব বুজিয়ে দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত সাদমীনের সভাপতিত্বে নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব ভার গ্রহণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভৈরব পৌর মেয়র এ্যাডঃ ফখরুল আলম আক্কাছ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আনিসুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের সাবেক এপিএস লুৎফর রহমান ফুলু, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা মোঃ সুলাইমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি হাজী সিরাজ উদ্দিন, পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাক্বী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, সহসভাপতি ও গৃহকোণ সম্পাদক আলহাজ্ব এম এ লতিফ, ভৈরব চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি ও ভৈরব এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি রোটারিয়ান আলজহাজ্ব মোঃ হুমায়ুন কবীর প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাসহ আওয়ামীলীগের জেষ্ঠ নেতাকর্মীরা এবং সহযোগী অঙ্গ-সঙ্গঠন যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগের সহস্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়াকে ফুলের শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।
Leave a Reply