নবীগঞ্জ প্রতিনিধি::নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সিজিল মিয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার সকালে সদর ইউনিয়নের বেতাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিজিল ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। জানা যায়, সকালে বৃষ্টির সময় বাড়ির পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে যান কৃষক সিজিল মিয়া। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী বলেন, বজ্রপাতে নিহত কৃষকের সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাকে সরকারি সহায়তা দেওয়া হবে।
Leave a Reply