হবিগঞ্জ প্রতিনিধি ॥ এবারের ঈদে হবিগঞ্জের জনপ্রিয় কন্ঠশিল্পী আব্দুল আউয়াল ও পাপঁড়ি সরকার ভাবনার কন্ঠে “সুরের পাখি” শিরোনামে আসছে একটি নতুন রোমান্টিক মৌলিক গান। ইতো-মধ্যে গানটি রেকডিং শেষে মিউজিক ভিডিওর কাজও শেষ হয়েছে। বন্ধু মিডিয়ার প্রযোজনায় চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিভিন্ন লোকেশনে গানটির সুটিং করা হয়েছে। আসমা বেগমের কথায় আব্দুল আউয়াল এর সুরে গানটি কম্পোজিশন করেছেন শ্রীবাস আচার্য্য। গানটি মডেল হিসেবে অভিয়ন করেছেন সুদিন ও পাপঁড়ি। কন্ঠশিল্পী আব্দুল আউয়াল জানান, ইতো-পূর্বে আমি আরো কয়েকটি করেছি। ডুয়েট গান হিসেবে এটিই আমার প্রথম। কম্পোজিশন ও মিউজিক ভিডিও মিলিয়ে গানটির পরিবেশনা অনেক ভাল হয়েছে। আশাকরি দর্শকদের গানটি ভাল লাগবে। কন্ঠশিল্পী ভাবনা জানান, আমি দীর্ঘদিন ধরে মঞ্চ প্রোগাম করলেও রেকডিং গানে এই আমি প্রথম প্লেব্যাক করেছি। দর্শকদের ভাল লাগলেই আমি স্বার্থক হবো। আর আমার সাথে যিনি কন্ঠ দিয়েছেন তিনিও চমৎকার গেয়েছেন। সংগীত পরিচালক শ্রীবাস আচার্য্য জানান, আমি দীর্ঘদিন সময় নিয়ে ওই গানটির কাজ সম্পন্ন করেছি। ভাল কিছু প্রত্যাশা করছি। আগামী ৩১শে মে বিকেল ৪টায় ইউটিউব চ্যানেল বন্ধু মিডিয়ার ব্যানারে রিলিজ হতে যাচ্ছে।
Leave a Reply