ভৈরবে শিক্ষার্থী রুপক হত্যা মামলার আরো দুই আসামী গ্রেফতার করেছে র‌্যাব

জামাল মিয়া ভৈরব প্রতিনিধি ॥ ফলোআপ: ভৈরবে নিজ সহপাঠীদের হাতে নির্মম হত্যাকান্ডের স্বীকার শিক্ষার্থী ফারদিন আলম রুপক (১৭) হত্যা মামলার এজাহারভুক্ত আরো দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার হাজী আবু বক্কর সিদ্দিক এর ছেলে শাহ সুফিয়ান (৩১) ও একই এলাকার মোঃ শাহজাহান পাটোয়ারীর ছেলে ইয়ারফাত পাটোয়ারী (৩২)। আজ শনিবার ভোরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ভৈরবপুর দক্ষিনপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। রুপক হত্যা মামলায় এ পর্যন্ত এজাহার ভুক্ত ৫আসামীকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে ভৈরব বাজারের সিমেন্ট ব্যবসায়ী নূরে আলম বিপ্লবের ছেলে ফারদিন আলম ওরফে রুপক নিখোঁজ হলে পরদিন শুক্রবার দুপুরে ভৈরবপুর দক্ষিনপাড়া বালুর মাঠে অবস্থিত একটি ছয়তলা ভবনের ছাদ থেকে গলা কাটা অবস্থায় রুপকের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করলে ওই দিনই নিহত রুপকের তিন সহপাঠীকে গ্রেফতার করে ভৈরব থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, ভৈরবপুর দক্ষিন পাড়া এলাকার মৃত কামাল মিয়ার ছেলে রাব্বি (১৭), একই এলাকারা শাহজাহান পাটোয়ারীর ছেলে মোঃ আরাফাত পাটোয়ারী (১৬) ও ভৈরব রাণীর বাজার এলাকার ফার্মেসী ব্যবসায়ী ওবায়দুল কবীর খাঁ’র ছেলে রেজাউল কবীর খাঁ (১৬)। এবিষয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা ভৈরব থানার উপ-পরিদর্শক আমজাদ শেখ জানান, রুপক হত্যার ঘটনায় নিহতের বাবা নূরে আলম বিপ্লব বাদি হয়ে ৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনের নামে মামলা করলে শুক্রবার পুলিশের হাতে আটক হওয়া তিনজনকে আজ শনিবার কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশিকুর রহমানের আদালতে হাজির করলে আসামীরা আদালতে ১৬৪ধরায় হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়াও র‌্যাবের হাতে আটক হওয়া অপর দুই আসামীকে আগামীকাল কিশোরগঞ্জ আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা