ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃ নারী পুলিশ কল্যান সমিতি (পুনাক ) এর আয়োজনে আজ রবিবার দুপুর ১২ টায় গাইবান্ধা পুলিশ লাইন্সে সুুবিধা বঞ্চিতো মানুয়ের মাঝে ঈদ উপহার বিতরন করে । এসব সুবিধা বঞ্চিতো মানুষের মধ্যে ঈদ আনন্দ ছরিয়ে দিতে এমন আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা নারী পুলিশ কল্যান সমিতির সভাৃপতি মনোয়ারা বেগম,সামছাদ বেগম শক্তি প্রমুখ
Leave a Reply