নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা ফতেহপুর গ্রামের রুবেল আহমেদ রুহেলকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নয়মৌজাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালনা করা হয়। গতকাল সোমবার বিকেল ৪ টায় ঘোলডুবা বাজারে উক্ত মানববন্ধন কর্মসূচী পালনা করা হয়।
ঘোলডুবা বাজার কমিটির সভাপতি আতাউর রহমান এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কারী জসিম উদ্দিন, হাফিজ সাইফুর রহমান, রুবেল আহমদ রুহেল এর ভাই রাসেল আহমদ। এসময় উপসস্থিত ছিলেন, গ্রামের মুরব্বি হাজী আকলুচ মিয়া, মোঃ নুরুজ্জামান প্রমুখ
যুবকদের মধ্যে উপস্থিত ছিলেন, এলেমান মিয়া, মনছুর হাম্মাদ, প্রিন্স আহমদ, সোহেল আহমদ, মহন মিয়া, তাজুল হক, সায়েদ আহমদ, রুমান মিয়া, মাছুম আহমদ, জনি আহমদ, জীবন আহমদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা
রুহেল হত্যাকান্ডের সুষ্ট তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওয়তায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
Leave a Reply