জামাল মিয়া ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধি ॥কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশনে প্লাটফর্মে যাত্রীদের হয়রানি করার অভিযোগে ১০ বখাটেকে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। শুক্রবার সকাল থেকে দুপুর পযন্ত তাদেরকে ষ্টেশনের ১ ও ২ নং প্লাটফর্ম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মিজানুর রহমান (২৫), সাব্বির (২০),আলম মিয়া (৩০),সোহাগ মিয়া (২৬), জাকির হোসেন (২৩),সুভাষ (২৮) সোহেল মিয়া (২৫),মানিক মিয়া (১৯) ,হাছান মিয়া (২৬) লিটন খন্দকার। এদের সবার বাড়ি কিশোরগঞ্জ ও মৌলভী বাজার জেলার বিভিন্ন উপজেলায় এলাকায়।
ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক সুরুজ্জামান জানায়, গ্রেফতারকৃতরা বেশ কিছু দিন যাবত প্লাটফর্মে অপেক্ষমান যাত্রীদের কাছে টাকা চেয়ে না পেলে যাত্রীদের বিভিন্ন রকমের হয়রানিসহ সাথে থাকা মহিলা যাত্রীদেরও উত্তক্ত করতো। যাত্রীদের এমন অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করার চেষ্টা করেও সম্ভব হয়নি। শুক্রবার তাদেরকে আটক করা হয়েছে। এরা একটি সঙ্গবদ্ধ চক্র। আটককৃতদের বিরুদ্ধে যাত্রীদের হয়রানিও আইনশৃঙ্খলায় বিঘœ সৃষ্টির অভিযোগে মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply