ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সিমানা সংলগ্ন অভিরামপুর ব্রীজের র্যালিং ভেঙ্গে হানিফ এন্টারপ্রাইজের একটি এসিকোচ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের নিচে পড়ে যায়। কোচটি ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। বুধবার ভোর রাতে রংপুর-ঢাকা মহাসড়কের অভিরামপুর সরু ব্রীজে পৌছিলে এ দুর্ঘটনা ঘটে। কোচটি ব্রীজ থেকে র্যালিং ভেঙ্গে নিচে পড়ে যায়। ফলে কমপক্ষে ৪০ যাত্রী আহত হয়। আহতদের পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ ও রংপুর সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো রংপুরের আনোয়ারা বেগম (৪০), পঞ্চগড়ের মোজাম্মেল হক (৪০), সৈয়দপুরের স্বপ্না (৩৫), রংপুরের জুম্মাপাড়া তৌহিদুল ইসলাম (৫০), ঠাকুরগাওয়ের ফরহাদ (৪৫), কাশের আলী (৭০), দিনাজপুর দশমাইলের আলম (৪০), গাইবান্ধার কোমরপুরের শহিদুল (৭০) এবং ঢাকা তাহি (১০)। অন্যান্য আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।
Leave a Reply