নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীতে ‘ছেলে ধরা’ গুজব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীগণ উপস্থিত ছিলেন।
এ সময় পুলিশ সুপার জানান, ইতোমধ্যে প্রত্যেক উপজেলায় পুলিশ মাইকিং, মিটিং ও লিপলেট বিতরণ করেছে। পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আজ থেকে সপ্তাহব্যপী জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক নানা কর্মসূচি হাতে নিয়েছে পুলিশ। এতে সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ঈমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা হবে বলেও জানান তিনি। জনসচেতনতা বিষয়ক এসব কর্মসূচি গণমাধ্যমে প্রচার ও প্রকাশের জন্য সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন তিনি।
পরে গণমাধ্যমকর্মীরা গুজবরোধে নানা পরামর্শ দেন এবং এ কাজে পুলিশকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন।
Leave a Reply