-
- দেশের খবর
- দারিয়াপুরে সড়ক দুর্ঘটনা: মৃত্যের সংখ্যা বেড়ে ২ চিকিৎসাধীন ৪
- আপডেট টাইম : August, 13, 2019, 7:15 pm
- 363 বার
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবন্ধাঃ ১০টার দিকেধার্মপুর উপ- মহা সড়কে মাইক্রো-সিএনজি মুখোমুখী সংঘর্ষে খোরশেদ আলম ও রোকন মিয়া নামে ২ জন নিহত হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ১০ টার দারিয়াপুর ভেলুপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে ওই স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমরে মুচরে গিয়ে ৬ জন গুরুতর আহত হয়। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক খোরশেদ আলমকে মৃত ঘোষণা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রোকন মিয়া নামে আরো এক জন যাত্রীর মৃত্যু হয়।
বাকী ৪জন চিকিৎসাধীন রয়েছেন। মাক্রো ও সিএনজি অটিকে পুলিশ উদ্ধার করেছে।
বিয়টি গাইবান্ধা সদরের ওসি খান শাহরিয়া নিশ্চিত করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply