কানাইঘাট প্রতিনিধি ঃ সিলেটের কানাইঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং এর গোয়াইনঘাট উপজেলায় বদলী উপলক্ষ্যে কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় ক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমানের সভাপতিত্বে ও সদস্য আমিনুল ইসলামের পরিচালনায় সংবর্ধিত বিদায়ী অতিথি সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং তার বক্তব্যে বলেন, কানাইঘাটে দুই বছর দায়িত্ব পালনের সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় কর্মরত সাংবাদিকরা আমাকে প্রতিটি কাজে সহযোগিতা করেছেন, যা আমি চাকুরী জীবনে আর কোথাও পাইনি। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এখানকার সাংবাদিকরা সব-সময় প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছেন। আপনাদের সহযোগিতায় আমি মুগ্ধ হয়েছি। আমি যেখানে যাই কেন, কানাইঘাটের সহজ-সরল মানুষের কথা সব-সময় স্মরণ রাখবো কারন এখানকার সবাই অসম্ভব ভালো। দায়িত্ব পালনের সময় কারো প্রতি কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আহ্বান জানান তিনি। প্রেসক্লাব নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বিদায়ী ভূমি কর্মকর্তা লুসিকান্ত হাজং একজন সৎ, নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন। কানাইঘাট ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসগুলোকে তিনি দুর্নীতিমুক্ত করেছেন। ভূমি সংক্রান্ত সব ধরনের সেবা ভূমি অফিস থেকে কোন ধরনের হয়রানী ছাড়াই যাতে পেতে পারেন তা নিশ্চিত করেন। প্রেসক্লাব নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকদের তিনি ভূমি সংক্রান্ত সব ধরনের তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করতেন। উপজেলা ভূমি অফিসের সংস্কার ও সৌন্দর্য বর্ধনের পাশাপাশি সরকারী ভূমি জবর দখলকারীদের কাছ থেকে উদ্ধারে তিনি ছিলেন একজন নিষ্ঠাবান অফিসার। কোন ধরনের অনিয়ম দুর্নীতিকে তিনি আশ্রয়-প্রশ্রয় দেননি। এজন্য কানাইঘাটবাসী বিদায়ী লুসিকান্ত হাজংকে সব-সময় স্মরণ রাখবে। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক আব্দুন নুর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রশিদ, সদস্য শাহীন আহমদ, আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ, মুমিন রশিদ, সাংবাদিক জয়নাল আজাদ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজংকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ক্লাব নেতৃবৃন্দ।
Leave a Reply