নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে পক্ষকালব্যাপী সাবলীল পাঠ্যবই পড়া প্রতিযোগিতা ও ওয়ান ডে ওয়ান ওয়ার্ড যাচাই এর পুরষ্কার বিতরন দাদপুর ইউনিয়নের রামবল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মুহিউদ্দিন এর উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার ৪৮টি বিদ্যালয়ের ৫৮৩১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে। আজকের চূড়ান্ত পর্বে ২৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এদের মধ্যে ২৭ জন সেরা সাবলীল পাঠককে পুরষ্কৃত করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদুর ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার জসিম উদ্দিন সেখ ও সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো শামছুদ্দিন।
এ ধরনের ব্যাতিক্রমী আয়োজনের জন্য সংশ্লিষ্টজনকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পঠন দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শতভাগ শিক্ষার্থী বাংলা ও ইরেজি সাবলীলভাবে পড়া পর্যন্ত এ কর্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply