-
- আন্তর্জাতিক
- জুড়ীর জুনেদের প্রবাসে মৃত্যু গ্রামের বাড়ী আহাজারি
- আপডেট টাইম : October, 14, 2019, 7:05 pm
- 360 বার
হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধি::মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের হোসেনাবাদ গ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুল হান্নান এর দ্বিতীয় ছেলে জুনেদ আহমেদ জীবনের তাগিদে দুই বছর ছয় মাস আগে পাড়ি দিয়েছিল কাতারে।
গত ১৩ অক্টোবর কর্তব্য কাজ শেষে কাতারের সময় সন্ধার পরপর পানি পান করতে গিয়ে ইলেক্টিক দূর্ঘঠনায় ঘটনা স্থলে মারা যায়। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন
স্থানীয়রা পরবর্তীতে পুলিশ খবর দিলে পুলিশ ঘঠনা স্থল পরিদর্শন করে পুলিশের রিপোর্ট অনুযায়ী পানি পান করতে গিয়ে বৈদ্যতিক দূর্ঘনা কবলে পড়ে সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পরে।
এদিকে গত১৩ অক্টোবর রাতে বাংলাদেশ সময় প্রায় ১০.০০ টায় বাবার নিকট খবর এলো যে আপনার জুনেদ না ফেরার দেশে চলে গেছে,এমন সংবাদে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।গ্রামের ছোট বড় সবাই শোকাহতের বাড়ীতে এসে আহাজারিতে আকাশ বাতাস বারি হয়ে উঠেছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply