নবীগঞ্জ প্রতিনিধি::হবিগঞ্জের নবীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাকের চালকও হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।মঙ্গলবার দুপুরে উপজেলার রোকনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকল হয়ে যাওয়ায় সিলেটগামী একটি ট্রাক নবীগঞ্জ উপজেলার রোকনপুর এলাকায় সড়কের পাশে রেখে মেরামত করা হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে থাকাট্রাক চালক সোহেল আহমেদ ঘটনাস্থলেই চাপা পড়ে নিহত হন।
আহত হন ট্রাকের হেলপার আব্দুল মমিন এবং পথচারী নানু মিয়া ও রাসেল মিয়াসহ চারজন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে নানু মিয়া মারা য়ায়। পুলিশ জানায়, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
Leave a Reply