সুনামগঞ্জ প্রতিনিধিঃ : সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৬মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আবুল হাশেমের দিকনির্দেশনায় এসআই রাকিবুল হাছানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারী)বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত আসামী হলেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র কালা মিয়া।পুলিশ জানিয়েছে উক্ত আসামীর বিরুদ্ধে জিআর-৪৫/০৫(দোয়ারা)এবং থানার মামলা নং০২ তারিখ ০৪/০৬/০৫ইং১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯(১)টেবিল ৭(ক) ধারায় বিজ্ঞ আদালত ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তাহার নামীয় সাজা পরোয়ানাটি দোয়ারাবাজার থানায় মূলতবী ছিল সে পলাতক আসামি।
দোয়ারাবাজার থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো:আবুল হাশেম ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী কালা মিয়াকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন,তাকে শুক্রবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply