-
- দেশের খবর
- অসহায় মানুষের বাড়ী বাড়ী যাচ্ছেন জুড়ীর ইউএনও
- আপডেট টাইম : March, 29, 2020, 9:53 am
- 336 বার
হাবিবুর রহমান খান,জুড়ী প্রতিনিধি::করোনা ভাইরাসের কারনে পুরো বাংলাদেশ আজ আতংকিত।তাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার খাদ্য সহায়তা নিয়ে মানুষের ধারে ধারে যাচ্ছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিক, উপজেলা প্রকল্প কর্মকতা ওমর ফারুন,২নং পূর্বজুড়ী ইউপির চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ।
নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিক জানান, প্রধানমন্ত্রীর খাদ্য ও আর্থিক সহায়তায় প্রথম ধাপের উপজেলার ৬টি ইউনিয়নের দুঃস্থ অসহায় মানুষের কাছে। সরকার প্রদত্ত খাদ্য সহায়তার ৫টন চাল ও অার্থিক অনুদান প্রদান করা হচ্ছে।বিভিন্ন ইউনিয়নে আজ উপস্থিত হয়ে এই কাজ করার পাশাপাশি পর্যবেক্ষণ করছেন তিনি। এই কাজটি করা এ সময় অত্যন্ত জরুরী আর সেই কাজটি আমরা করে জাচ্ছি।
তিনি আরো বলেন, এই সংকটময় মুহুর্তে সরকারের পাশাপাশি এগিয়ে আসতে পারেন আপনারও।আর খাবারের ব্যবস্থা করতে পারেন অসহায় মানুষের জন্য।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply