-
- দেশের খবর
- ভৈরবে বাড়ীতে বাড়ীতে গিয়ে ত্রাণ বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার
- আপডেট টাইম : March, 29, 2020, 7:23 pm
- 412 বার
জামাল আহমেদ ভৈরব প্রতিনিধি :ভৈরবে করোনাভাইরাসের দূর্যোগ মোকাবেলায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শনিবার ও রবিবার উপজেলা মিলনায়তনে উপজেলার দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়
পরে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা শ্রীনগর ইউনিয়ন সহ মোট ৭ ইউনিয়নে,দুঃস্থ ব্যাক্তিদের বাড়ীতে বাড়ীতে গিয়ে নিজহাতে ৭শ পরিবারের মাঝে ১০ কেজি চাল,২ কেজি ডাল এবং ৫ কেজি আলু খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সায়দুল্লাহ মিয়া, ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজান বলেন, করোনাভাইরাসের দূর্যোগ মোকাবেলায় সরকার সচেষ্ট সদিচ্ছা কোন মানুষ যেন না খেয়ে থাকে এবং একটি মানুষ ও যেন কষ্ট না করে। সেজন্য সরকার এ খাদ্য সামগ্রী বিতরণ করছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply