সুনামগঞ্জ প্রতিনিধি::প্রানঘাতি করোনা ভাইরাসে গৃহবন্দী হয়ে পড়ায় সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ২শত কর্মহীন পরিবারে পীর মিসবাহ এমপির ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পিকআপ যোগে ইউনিয়নের ৬টি ওয়ার্ডে এসব খাদ্য সহায়তা বিতরণ করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। ইউনিয়নে স্বচ্ছ কর্মহীন পরিবারের তালিকা করে তারা ৫ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি লবন, আধা লিটার তেল গ্রামে গ্রামে পৌঁছে দেন। এ সময় খাদ্য সহায়তা হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন কর্মহীন পরিবারের লোকজন। বিতরণকালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাক সাজ্জাদুর রহমান সাজু, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ফারুক মেনর, সদর উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক ও গৌরারং ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক এরশাদ মিয়া, ইউনিয়ন জাতীয় পার্টির ৬নং ওয়ার্ড সভাপতি আব্দুল মন্নান, জাতীয় পার্টির ৯ নং ওয়ার্ড সভাপতি মতিউর রহমান, জাতীয় পার্টির ৫ নং ওয়ার্ড সভাপতি মইন উদ্দিন, জাতীয় পার্টির ৪ নং ওয়ার্ড সভাপতি আলী হোসেন, ৬নং ওয়ার্ড জাতীয় পার্টির সহ সভাপতি লিয়াকত আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিন্নু, জাতীয় পার্টির সদস্য কামাল হোসেন, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য পাভেল,আমজদ,মকবুল হোসেন প্রমুখ।
Leave a Reply