আলী জাবেদ মান্না:: নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের সামাজিক সংগঠন ইনাতগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যেগে দরিদ্র ,অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সোমবার (২০ এপ্রিল) বিকাল ৫ ঘটিকার সময়। ইনাতগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট এর সব সদস্যরা মিলে গ্রামের গরীব অসহায় মানুষদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। নভেল করোনা ভাইরাসের কারনে দিনমজুররা ঠিকমত দৈনদিন কাজ করতে পারতেছেনা। বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ দেশ দূর্দিন অতিক্রম করছে। চীনে সৃষ্টি হওয়া ‘করোনাভাইরাস’ পরিণত হয়েছে মহামারিতে। চীন থেকে একে একে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। বাংলাদেশে এর প্রভাব পড়েছে অনেক। দিনে দিনে বাড়ছে ‘করোনা’ ভাইরাসে আক্রান্ত কোভিড-১৯ আক্রান্ত রোগী। সরকারের পক্ষ থেকে নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। লকডাউনে যাচ্ছে বাংলাদেশ। যার ফলে বিপাকে পড়তে যাচ্ছে দিনমজুর মানুষেরা। পড়েছেন অর্থনৈতিকভাবে বিপাকে। দিনমজুরদের সহায়তার হাত বাড়াতেই এমন একটি উদ্যোগ নিয়েছেন। সামাজিক সংগঠন ইনাতগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট এর সদস্যরা খাদ্য বিতরণের পাশাপাশি গ্রামের প্রত্যেকটি পরিবারকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতা মুলক পরামর্শ দিয়ে থাকেন।
Leave a Reply